Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsSamsungTabTabletTech BanglaTech News Banglatech news todaytrending tech news

খবুই সস্তায় বাজারে লঞ্চ হল Samsung Galaxy Tab A9 ও Tab A9 Plus

Samsung Galaxy Tab A9 ও Galaxy Tab A9+ দুর্দান্ত ফিচার সহযোগে ভারতের বাজারে লঞ্চ হল। এদের দাম শুরু মাত্র ১২৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy Tab A9 and Tab A9+

স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাং তাদের বাজেট রেঞ্জের নতুন Samsung Galaxy Tab A9 ট্যাবলেট ভারতের বাজারে লঞ্চ করেছে। এর সাথেই Samsung Galaxy Tab A9 Plus নামে একটি উচ্চতর সংস্করণও দেশের বাজারে এসেছে। এই দুই ট্যাবকে আপনি ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া ক্রয় করতে পারবেন। স্ট্যান্ডার্ড Galaxy Tab A9 মডেলটি শুধু 4G LTE সাপোর্ট করলেও, Galaxy Tab A9+ রয়েছে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ট্যাবগুলির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

Samsung Galaxy Tab A9 ট্যাবকে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ (ওনলি ওয়াই-ফাই) এবং আরেকটিতে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই + ৪জি নেটওয়ার্ক)। এই ট্যাবগুলির দাম যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকা।

এদিকে Samsung Galaxy Tab A9 Plus এর ভ্যারিয়েন্টগুলি এখনও অ্যামাজনে তালিকাভুক্ত হয়নি। এই ট্যাবটি  ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ (ওনলি ওয়াই-ফাই), ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই + ৫জি) এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (ওনলি ওয়াই-ফাই) কনফিগারেশনে আসতে পারে। তবে অ্যামাজনে শুধুমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (ওনলি ওয়াই-ফাই) মডেলের দাম রাখা হয়েছে মাত্র ২০,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ সিরিজের রিটেইল বক্সে কোনও চার্জার দেওয়া হয়নি। এই ট্যাবগুলিকে তিনটি কালারে পাওয়া যাবে। জেগুলি হল- ডার্ক ব্লু, গ্রে এবং সিলভার। এসবিআই (SBI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয় করলে আপনি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯-এ ১,০০০ টাকা এবং ট্যাব এ৯ প্লাস-এ ৩,০০০ টাকা ছাড়। এই ট্যাবগুলিকে আপনি অ্যামাজন ইন্ডিয়া থেকে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

Samsung Galaxy Tab A9 এবং Galaxy Tab A9+ ফিচার

স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব A9-এ ৮.৭ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যার স্ক্রীন রেজুলসন ৮০০ পিক্সেল বাই ১,৩৪০ পিক্সেল এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। পারফরমান্সের জন্য এতে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন ২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, এই A9 মডেলটিতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ট্যাবটি ৮ মিমি স্লিম এবং ওজন ৩৬৬ গ্রাম।

এদিকে স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব A9+ ট্যাবে ১১ ইঞ্চির এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে, যার স্ক্রীন রেজুলসন ১,৯২০ পিক্সেল বাই ১,২০০ পিক্সেল এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। পাওয়ার ব্যাকআপের জন্য, এই A9+ ট্যাবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০৪০এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। পারফমান্সের জন্য এতে Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে।

ট্যাবটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবটি ৬.৯ মিলিমিটার পাতলা এবং ওজন ৫১০ গ্রাম। এতে একেজি (AKG)-টিউনড কোয়াড স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য উভয় ট্যাবলেটই আপনি পেয়ে যাবেন সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৫ ভার্সন এবং ব্লুটুথ ৫.৩ ভার্সন ইত্যাদি। Samsung Galaxy Tab A9 সিরিজ Android 13 ভিত্তিক ওয়ান ইউআই (One UI) অপারেটিং সিস্টেমে চলবে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ