iQOO-এর নতুন স্মার্টফোন iQOO Neo 6 5G লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ফোনটি এই মাসের শেষ দিনে অর্থাৎ 31 মে 2022-এ লঞ্চ হবে জানা গেছে। iQOO কোম্পানি আসন্ন স্মার্টফোন iQOO Neo 6 5G স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে।
টিজার ভিডিও অনুসারে ফোন দুটি কালারে আসবে। এছাড়াও, ফোনের পিছনের প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে এটি iQOO NEO সিরিজের প্রথম স্মার্টফোন হবে, যা ভারতে লঞ্চ হতে চলেছে।
iQOO Neo 6 স্মার্টফোনটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হবে। ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। ভারতের আগে ফোনটি চীনে লঞ্চ হয়েছে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ফোন সংক্রান্ত বিস্তারিত তথ্য।
iQOO Neo 6 স্মার্টফোনটি 80W Flash Charge ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, কয়েক মিনিটের মধ্যেই ফোন চার্জ হয়ে যাবে। এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 870-এর মতো শক্তিশালী চিপসেট সাপোর্ট দেওয়া হবে। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সাপোর্ট সহ আসতে চলেছে।
iQOO Neo 6 5G ফোনের সম্ভাব্য ফিচার
iQOO Neo 6 ফোনে 6.62-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। যার স্ক্রীন রেজুলেশন হবে 2400 পিক্সেল বাই 1800 পিক্সেল। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। পিছনের সেটআপে f/1.9 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকবে। এছাড়া একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
সিকুরিটির জন্য এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4,700mAh ব্যাটারি থাকবে যা 80W দ্রুত চার্জিং সাপোর্ট করবে।
Tags:
5G
5G Smartphone
iQOO
latest tech news
latest technology news
Mobile Phone
Smartphone
Tech Bangla
Tech News
Tech News Bangla
tech news today
tech world