Vivo Y72 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে সীমিত সময়ের অফার, দেখুন কি রয়েছে এর মধ্যে

আপনি কি ভিভো স্মার্টফোনের কেনার কথা ভাবছেন। এমন পরিস্থিতিতে Vivo Y72 5G ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। Y সিরিজের এই নতুন ফোনটি বর্তমানে দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট Flipkart এই ফোনটিকে সীমিত সময়ের জন্য অফার প্রদান করছে।

Vivo Y72 5G Smartphone


ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, Vivo Y72 5G-তে রয়েছে 48-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5000-mAh পাওয়ারফুল ব্যাটারি এবং Qualcomm Snapdragon 480 প্রসেসর। এছাড়া এতে পেয়ে যাবেন 6.58 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে।

Vivo Y72 5G ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,990 টাকা। কিন্তু এখন ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে 18,549 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফোনটির উপর ফ্লিপকার্ট দিচ্ছে 2,441 টাকা ছাড়।

Vivo Y72 5G ফোন ফিচার

Vivo Y72 5G-ফোনে 6.58-ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 160 হার্টজ এবং 20:9 এর অ্যাসপেক্ট রেশিও। সিকুরিটির জন্য ফোনটির পাওয়ার বোতামে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি Android 11 OS ভিত্তিক Funtouch OS 11 অপারেটিং সিস্টেমে চলবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলিতে f/1.8 অ্যাপারচার সহ একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে।

এই ফোনটি 4 GB অতিরিক্ত স্টোরেজ ভার্চুয়াল RAM সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য, Vivo Y72 5G ফোনে বেবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4৮0 5G প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,000-mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Post a Comment

Previous Post Next Post