10 হাজার টাকার কমে Tecno Spark 9 স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটিকে শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে রয়েছে 11GB RAM সাপোর্ট। এই ফোনটির দাম রাখা হয়েছে 10 হাজার টাকার কম।
Tecno Spark 9 ফোনটিকে একটি স্টোরেজ ভেরিয়েন্ট চালু হয়েছে। এর দাম রাখা হয়েছে 9,499 টাকা।এই দামে Tecno Spark 9 ফোনটি Redmi 10A, Realme C31, Poco C31 এবং অন্যান্য স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে আগামী 23শে জুলাই থেকে। এটি ই-কমার্স সাইট অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ হবে।
কোম্পানি এই স্মার্টফোনটিকে ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর কালার অপশনে পেশ করেছে। এই ফোনটি আসন্ন Amazon Prime Day সেলের মাধ্যমে বিক্রি হবে।
Tecno Spark 9 স্মার্টফোন ফিচার
Tecno Spark 9 ফোনে রয়েছে 6.6-ইঞ্চির LCD HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এর ডিসপ্লে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য কোম্পানি এই স্মার্টফোনে MediaTek Helio G37 প্রসেসর ব্যবহার করেছে।
এতে 6GB RAM রয়েছে। কোম্পানি এই ডিভাইসে RAM এক্সপেনশন ফিচারও দিয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের র্যাম কার্যত 11GB পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এর পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 12-ভিত্তিক HiOS UI অপারেটিং সিস্টেমে চলবে।
যার প্রাইমারি ক্যামেরা 13-মেগাপিক্সেলের। এর সাথে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন।
Tags:
Bangla News
Bangla Tech News
Mobile Phone
Smartphone
Tech Bangla
Tech News
Tech News Bangla
Technology News
Tecno