Noise X-Fit 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Noise X-Fit 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল। কোম্পানির মতে, এই ঘড়িটি একবার চার্জে 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। এই স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন 1.69-ইঞ্চির ডিসপ্লে।

Noise X-Fit 2 Smartwatch


ঘড়িটিতে বেশ কয়েকটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকার রয়েছে। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন SpO2 সেন্সর এবং স্লিপ মনিটর ফিচার। জেনে নেওয়া যাক Noise X-Fit 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভারতের বাজারে Noise X-Fit 2 স্মার্টওয়াচটির দাম 3,999 টাকা। তবে এটিকে এই মুহূর্তে 1,999 টাকার একটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটিকে কালো, সিলভার গ্রে এবং স্পেস ব্লু রঙে পাওয়া যাচ্ছে।


Noise X-Fit 2 স্মার্টওয়াচ ফিচার

  • Noise X-Fit 2 স্মার্টওয়াচটি 240 পিক্সেল বাই 280 পিক্সেল রেজোলিউশন সহ 1.69-ইঞ্চি এলসিডি ডিসপ্লে সহ বাজারে লঞ্চ হয়েছে। 
  • ঘড়িটি সাতটি স্পোর্টস মোড এবং বেশ কয়েকটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার সহ এসেছে। 
  • এতে অপটিক্যাল হার্ট রেট এবং SpO2 সেন্সরও রয়েছে। এছাড়াও ঘড়িটির মধ্যে রয়েছে ক্যালোরি বার্ন, স্লিপ ট্র্যাকার, স্টেপ কাউন্টার ইত্যাদি ফিচার। 
  • এতে অ্যালার্ম, ক্যালেন্ডার, রিমাইন্ডার কল এবং এসএমএস রিপ্লাই, ফাইন্ড মাই ফোন, রিমোট মিউজিক কন্ট্রোল, টাইমার ইত্যাদি ফিচার আপনি পেয়ে যাবেন।
  • দ্রুত সংযোগের জন্য এতে Bluetooth V5 ভার্সন ব্যবহার করা হয়েছে। ঘড়িটি iOS এবং Android ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করবে। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে 260mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা আড়াই ঘণ্টায় ফুল চার্জ হয়ে যাবে। ঘড়িটি একবার চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আবার এটি 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। 
  • ঘড়িটি IP68 রেটিং সহ বাজারে এসেছে। যা জল থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।

Post a Comment

Previous Post Next Post