Ambrane Wise Glaze স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল দুর্দান্ত ফিচার সহযোগে

ভারতীয় স্মার্টওয়াচের বাজারে Ambrane নিয়ে আসলো তাদের নতুন Ambrane Wise Glaze স্মার্টওয়াচ। যার মধ্যে রয়েছে দুর্দান্ত ফিচার।

Ambrane Wise Glaze
এই স্মার্টওয়াচটিকে 3 হাজারে টাকারও কম দামে বাজারে আনা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Ambrane Wise Glaze স্মার্টওয়াচের দাম, ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।


Ambrane Wise Glaze স্মার্টওয়াচটির দাম 2999 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে ব্ল্যাক, গ্রে, গ্রীন, ব্লু কালারে ক্রয় করতে পারবেন। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে এই ঘড়িটিকে।

Ambrane Wise Glaze স্মার্টওয়াচ ফিচার

Ambrane Wise Glaze স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে বর্গাকার 1.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্ল, যার স্ক্রীন রেজুলসন 368 পিক্সেল বাই 448 পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস 100 নিট। ঘড়িটিতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। আবার এই ডিভাইসের ডিসপ্লের ডান পাশে একটি ফিজিক্যাল বাটন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে বেবহার করা হয়েছে 280mAh-এর ব্যাটারি, যা একবার চার্জে সাত দিন পর্যন্ত চলবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নোটিফিকেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্স, ওয়েদার আপডেট, ফাইন্ড ফোন এবং বিল্ট–ইন গেম। জল থেকে সুরক্ষিত থাকার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।

নতুন এই ঘড়িটিতে রয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার সেন্সর, মেন্সট্রুয়াল সাইকেল মনিটর ফিচার ইত্যাদি। আবার রয়েছে ব্রিদিং ট্রেনিং, ওয়াটার ও সিডেন্টারি রিমাইন্ডার ফিচার।


ঘড়িটিতে 100টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে থাকছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, যোগা, ক্যারাটে, ডান্সিং ইত্যাদি। ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ লঞ্চ হয়েছে। এর জন্য এতে দেওয়া হয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকার।

Post a Comment

Previous Post Next Post