আপনি যদি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে Redmi 11 Prime 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ক্রয় ডিস্কাউন্টের সাথে ক্রয় করতে পারবেন।
এই ফোনটিকে গত সেপ্টেম্বর মাসের 6 তারিখে লঞ্চ করা হয়েছিল। ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ রয়েছে। Redmi 11 Prime 5G ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.58 ইঞ্চির HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এর মধ্যে রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর, Android 12 অপারেটিং সিস্টেম, এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি।
Redmi 11 Prime 5G ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 12,935 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়া এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 14,999 টাকা। ফোনটিকে আপনি Chrome Silver, Meadow Green, এবং Thunder Black কালারে ক্রয় করতে পারবেন। ফোনটিকে ই-কমার্স সাইট Amazon ও Flipkart থেকে ক্রয় করা যাবে।
Redmi 11 Prime 5G ফোন ফিচার
Redmi 11 Prime 5G ফোনের মধ্যে রয়েছে 6.58 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2408 পিক্সেল বাই 1080 পিক্সেল, এবং এর ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এতে ডুয়েল 5G ন্যানো সিম সাপোর্ট করবে।
পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের উপরে কাজ করবে। সিকুরিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ক্যামেরার জন্য আপনি এতে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে 05 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 11 Prime 5G ফোনে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি। যা 18W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। এতে Accelerometer, Gyro Sensor, E-Compass, Light Sensor, Proximity Sensing ইত্যাদি সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 5G, 4G, EDGE, WCDMA, GPRS, Wi-Fi, Bluetooth v5.1 ভার্সন, এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
Tags:
5G
5G Smartphone
latest tech
latest tech news
latest technology news
Mobile Phone
Realme
Smartphone
tech
Tech Bangla
tech news today
tech world
trending tech news