স্মার্টফোন কোম্পানি সামসুং ভারতের বাজারে তাদের নতুন M-সিরিজের মোবাইল ফোন Samsung Galaxy M04 লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হবে, যার দাম আশা করা হচ্ছে যে 9000 টাকার কম হবে।
সামসুং কোম্পানি ই-কমার্স সাইট Amazon India-তে একটি বিজ্ঞাপনের মাধ্যমে Galaxy M04 লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ফোনটি আগামী 9ই ডিসেম্বর দুপুর 12টায় লঞ্চ হবে।
Samsung Galaxy M04 ফোনের ফিচার
আপনাদের জানিয়ে রাখি যে অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই ফোনটি ভারতের বাজারে আগামী 9 ডিসেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। আবার এই পেজে ফোনটির কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে।
এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, আর ডিসপ্লের ওপরের ওয়াটারড্রপ নচে একটি সেলফি ক্যামেরা দেখা যাবে। এই পেজ অনুযায়ী Samsung Galaxy M04 ফোনটির সি গ্রিন এবং শ্যাডো ব্লু কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহযোগে আসবে। পাওয়ার এবং ভলিউম বাটনগুলি ডিভাইসের ডানদিকে থাকবে।
ফোনটির দাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে ফোনটির দাম 9000 টাকার কম হবে।
Tags:
Bangla Tech News
latest tech
latest tech news
latest technology news
Mobile Phone
Samsung
Smartphone
tech
tech news today
tech world
trending tech news