ভাল কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফোন সস্তায় কিনতে হলে এই তিন ওয়েবসাইট ভিসিট করুন

আমরা আপনাকে এমন 3টি ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেব, যেখান থেকে আপনি খুবই কম দামে সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম স্মার্টফোন ক্রয় পারবেন।

Second Hand Smartphone


OnePlus, Vivo, Oppo, Apple, Samsung-এর মতো কোম্পানিগুলি প্রতিবছরই একের পর এক প্রিমিয়ান স্মার্টফোন লঞ্চ করে। কিন্তু অনেকের ইচ্ছে থাকলেও অনেক সময়ই এই প্রিমিয়াম ফোন কেনা সম্ভব হয়ে ওঠে না। কারণ এই প্রিমিয়াম ফোনের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। 

    আরও পড়ুনঃ Fire Boltt Rocket স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

    এবার আপনি চাইলেই প্রিমিয়াম স্মার্টফোন কিনে ফেলতে পারেন খুবই কম দামে। আপনাকে এমন 3টি ওয়েবসাইট সম্পর্কে জানাবো, যেখান থেকে আপনি খুব কম দামে সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম স্মার্টফোন ক্রয় করতে পারবেন।

    সেকেন্ড হ্যান্ড মোবাইল বা রিফার্বিশড স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হল, ফোনের আসল দামের থেকে খুবই কম দামে পাওয়া যায়। আপনি যদি একটি নতুন সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনাকে এই 3টি ওয়েবসাইট ভিসিট করতে হবে, যেখান থেকে আপনি এই প্রিমিয়াম ফোনগুলি ক্রয় করতে পারবেন।

      আরও পড়ুনঃ Redmi Note 12 5G স্মার্টফোন সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ

      ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়াও রিনিউড স্মার্টফোন বা সেকেন্ড হ্যান্ড ফোনের বাজারে প্রবেশ করেছে। এই প্ল্যাটফর্মে পুরনো ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করছে। এ জন্য আমাজন কোম্পানি রিনিউড নামে একটি আলাদা প্লাটফর্ম বানিয়েছে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান, তাহলে আপনি অ্যামাজনের এই সাইড থেকে সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করতে পারেন।

      সেকেন্ড হ্যান্ড ফোনের বাজারে ক্যাশিফাই একটি দুর্দান্ত ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে ব্যবহারকারীদের পুরনো ফোন বিক্রি এবং কেনার সুযোগ রয়েছে। এখানে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় গ্রাহকরা তাদের পছন্দের মোবাইল ব্র্যান্ড এবং পছন্দের মডেলও নির্বাচন করতে পারবেন। আবার এই ক্যাশিফাই ওয়েবসাইট মাঝে মাঝে ডিসকাউন্ট অফারও দেয়।

      সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার জন্য OLX হল একটি প্রাচীনতম এবং সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট। OLX ভারতে এই ব্যবসা শুরু করেছিল যখন সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা-বেচার জন্য খুব বেশি ওয়েবসাইট বা অ্যাপ ছিল না। এই কারণেই এখনও মানুষ পুরানো জিনিস কেনার বেচার জন্য OLX-এর উপর নির্ভর করে।

      আরও পড়ুনঃ Fire-Boltt Celsius স্মার্টওয়াচ লঞ্চ হল খুবই কম দামে, দেখুন দাম ও ফিচার


      Post a Comment

      Previous Post Next Post