টেক কোম্পানি ফায়ার বোল্ট ভারতীয় বাজারে তাদের নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ Fire Boltt Apollo নিয়ে এসেছে। এই নতুন ঘড়িটি 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লেতে সহ বাজারে এসেছে।
আরও পড়ুনঃ Fire-Boltt Celsius স্মার্টওয়াচ লঞ্চ হল খুবই কম দামে, দেখুন দাম ও ফিচার
এতে ভয়েস সহকারী এবং 100টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতীয় বাজারে Fire-bolt Apollo স্মার্টওয়াচের দাম 2,999 টাকা রাখা হয়েছে। এই নতুন ঘড়িটিকে কালো, ধূসর এবং গোলাপী তিনটি কালারে ক্রয় করা যাবে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন।
Fire Boltt Apollo স্মার্টওয়াচ ফিচার
- নতুন এই ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচটি 1.43 ইঞ্চির গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এর স্ক্রীন রেজোলিউশন 466 পিক্সেল বাই 466 পিক্সেল এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট।
- আরও পড়ুনঃ Fire Boltt Rocket স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
- এই ঘড়িটির ডিসপ্লে 600 নিট সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে।
- এই ওয়াচে 100টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ফিচার দেওয়া হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার, স্লিপ মনিটর ফিচার ইত্যাদি।
- এতে হেলদি লাইফস্টাইলের জন্য ঘড়িটি সিডেন্টারি রিমাইন্ডারও দেবে।
- একক চার্জে ঘড়িটি 5 দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং স্ট্যান্ডবাই মোডে 480 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
- এতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। এই ডিভাইসে পেয়ে যাবেন অ্যালার্ম ক্লক, ওয়েদার আপডেট, রিমাইন্ডার, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন ইত্যাদি ফিচার।
- আরও পড়ুনঃ Redmi Note 12 5G স্মার্টফোন সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ
- জল থেকে সুরক্ষিত রাখার জন্য ঘড়িটি IP67 রেটিং দেওয়া হয়েছে।
Tags:
Fire-Boltt
Gadgets
latest tech
latest tech news
latest technology news
Smartwatch
tech
tech news today
tech world
trending tech news
Watch