ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে 19,999 টাকায় Infinix Zero 5G স্মার্টফোনটির সেল শুরু হবে। এই ফোনে রয়েছে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।
আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাহলে এই নতুন Infinix Zero 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটির সেল শুরু হবে আগামী 11ই ফেব্রুয়ারী থেকে।
Infinix Zero 5G ফোনে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এতে রয়েছে 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি, MediaTek Dimensity 1080 প্রসেসর, এবং 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। তাহলে চলুন দেখে নেওয়াজ ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফোনটিকে বাজারে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে। যার দাম 19,999 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। ফোনটির সেল 11ই ফেব্রুয়ারী থেকে শুরু হবে। ফোনটিকে আপনি Coral Orange, Pearly White, এবং Submariner Black কালারে ক্রয় করতে পারবেন।
Infinix Zero 5G ফোন ফিচার
এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ LTPS এলসিডি ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন 2460 পিক্সেল বাই 1080 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 20.5:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটিতে রয়েছে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এতে 256GB এর মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 1080 প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রথম ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটি 02 মেগাপিক্সেলের বকেহ লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মেক্র লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে G-Sensor, E-Compass, L-Sensor, Proximity Sensor, Gyroscope, Ambient Light Sensor ইত্যাদি সেন্সর রয়েছে। নেটওয়ার্ক এর জন্য এতে সাপোর্ট করবে 5G, 4G VoLTE, 4G LTE, WCDMA, GSM । ফোনটির ওজন 199 গ্রাম।
Tags:
5G
5G Smartphone
Bangla News
Bangla Tech News
Infinix
latest tech
latest tech news
latest technology news
Mobile Phone
Smartphone
tech news today
tech world
trending tech news