Vivo Y56 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হল। কিছুদিন আগে খবর ছিল যে ফোনটি খুব শীঘ্রই দেশে বিক্রির জন্য উপলব্ধ। একইভাবে, এখন মুম্বাইয়ের বিখ্যাত খুচরা দোকান মহেশ টেলিকম ঘোষণা করেছে যে ভারতীয়রা এখন Vivo Y56 5G কিনতে পারবেন।
এই ফোনে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
ভারতের বাজারে Vivo Y56 5G ফোনের দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই দাম ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। আবার, এতে 8GB ভার্চুয়াল র্যাম সমর্থন করবে। আজ থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। ফোনটিকে অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন কালারে পাওয়া যাবে।
Vivo Y56 5G ফোন ফিচার
- পারফরম্যান্সের জন্য Vivo Y56 5G ফোনে আপনি পেয়ে যাবে মালি G52 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর।
- ফোনটি Android 13-এর ওপর ভিত্তি করে FunTouch OS 13 ইউজার ইন্টারফেসে রান করবে।
- ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে 6.58 ইঞ্চির এইচডি+ রেজোলিউশন সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। যা 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 02 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
- পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y56 5G ফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- সিকুরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে ডুয়াল ন্যানো সিম, Bluetooth, Wi-Fi, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট।
Tags:
5G
5G Smartphone
latest tech
latest tech news
latest technology news
Mobile Phone
Smartphone
tech
tech news today
tech world
trending tech news
Vivo
Vivo Smartphone