Aadhaar CardPan CardTech News Banglatech news todayTech Tips Banglatrending tech news

PAN Card ও Aadhaar Card লিঙ্কিংয়ের চূড়ান্ত সময়সীমা 30/06/2023, না করলে কি হবে জেনেনিন

Pan Aadhaar Link- PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল 30/06/2023 । এর আগেও সরকার একাধিক বার এই সময়সীমা বাড়িয়েছে। এই বছরের 30 এপ্রিল থেকে পিছিয়ে তা 30 জুন করা হয়েছিল। এই ডেডলাইন আর পিছনোর সম্ভাবনা খুবই কম। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইনে কীভাবে Aaddhar Card ও PAN Card লিঙ্ক করবেন বা লিঙ্ক না করলে কী হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

PAN Card ও Aadhaar Card Link

আরও পড়ুনঃ জেনেনিন কিভাবে বাড়িতে বসে অনলাইনে Ration Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করবেন।

Pan Aadhaar Link

আপনি যদি এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে অবিলম্বে এটি করিয়ে নিন, অন্যথায় আপনাকে নীচে উল্লিখিত এই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি আধারের সাথে প্যান লিঙ্ক না করান তাহলে আপনার প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে।

যদি আয়কর বিভাগ আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেয়, তাহলে আপনি 5 লাখ টাকার বেশি মূল্যের সোনা ক্রয় করতে পারবেন না। এছাড়াও, আপনি যদি একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি জমা বা তুলতে চান, তাহলে আপনার প্যান নম্বর প্রয়োজন হবে এবং যদি প্যান কার্ড সক্রিয় না থাকলে আপনি এই লেনদেন করতে পারবেন না।

আপনার যদি PAN নম্বর সক্রিয় না থাকে তবে আপনি মিউচুয়াল ফান্ড বা এই জাতীয় স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারবেন না। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাকে প্যান কার্ড সক্রিয় রাখতে হবে। 

আবার আয়কর রিটার্ন দাখিল করতে আপনার প্যান কার্ড প্রয়োজন হবে। অর্থাৎ, আপনার প্যান নম্বর সক্রিয় না থাকলে আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না। এর পাশাপাশি যে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে আপনার অনেক সমস্যা পোহাতে হবে। 

আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না চান, তাহলে আজই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য https://www.incometax.gov.in/iec/foportal/ এই সাইটে ভিসিট করুন।

কিভাবে Aadhaar PAN Card Link করাবেন

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। এখান থেকে আপনাকে Link Aaddhaar অপশন সিলেক্ট করতে হবে। এবার আপনাকে Pan ও Aadhaar no দিয়ে ভেলিডেট করতে হবে। তারপর মোবাইল নং দিয়ে OTP পাঠাতে হবে। OTP দেওয়ার পর আপনাকে 1000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার কিছু পর আপনাকে আবার Link Aadhaar অপশন এ গিয়ে Aadhaar Pan লিঙ্ক করতে হবে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ