Bangla NewsBangla Tech NewsiQOOlatest techlatest tech newslatest technology newsTabTabletTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

iQOO বাজারে আনতে চলেছে 12 জিবি র‍্যাম ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ নতুন ট্যাব

iQOO Pad 2 Pro Features
iQOO Pad 2 Pro Features

iQOO Pad 2 Pro- iQoo কোম্পানি তাদের প্রথম ট্যাবলেট, iQOO প্যাডের উত্তরসূরি মডেল লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। ট্যাবলেটের চার্জিং স্পীড ইতিমধ্যেই চীনা কমপ্লায়েন্ট সার্টিফিকেশন (3C) সাইট থেকে প্রকাশ করা হয়েছে। এখন iQOO Pad 2 Pro নামের ডিভাইসটি Google Play Console সাইটে হাজির হয়েছে। সেখান থেকে এই প্যাড এর অফিসিয়াল নাম ও কিছু স্পেসিফিকেশন জানা গেছে। এই ট্যাবটিকে আশা করা হচ্ছে এই বছরের মে মাসে বাজারে লঞ্চ করা হবে।

আরও পড়ুনঃ

Google Play Console সাইটে iQOO Pad 2 Pro

iQOO Pad 2 Pro মডেল নম্বর PA2473 সহ Google Play Console সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় প্রকাশিত রেন্ডার অনুসারে, ট্যাবলেটের ডিসপ্লে সমান্তরাল বেজেল দ্বারা বেষ্টিত হবে। পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল বোতামগুলি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনেড় ডানদিকে অবস্থিত হবে। আরও জানা গেছে যে এর ডিসপ্লে 2,064 পিক্সেল বাই 3,096 পিক্সেল রেজোলিউশন এবং 400 dpi ডেনসিটি সাপোর্ট করবে। এটি MT8796 প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটের মূল কনফিগারেশনে 2 GHz এ ক্লক সহ চারটি Cortex-A72 কোর, 2.8 GHz এ ক্লক করা তিনটি Cortex-X4 কোর এবং একটি প্রাইম Cortex-X4 কোর 3.2 GHz এ রয়েছে। যা নির্দেশ করে যে এটি MediaTek Dimensity 9300 হতে পারে।

সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Vivo Pad 3 Pro-তেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। Google Play Console অনুযায়ী, iQOO Pad 2 Pro 12GB RAM অফার করবে, তবে আরও ভেরিয়েন্ট থাকতে পারে বলে জানা গেছে। এই ট্যাবলেটটি Android 14 অপারেটিং সিস্টেমে চলবে। উল্লেখ্য, এর আগে চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে জানা গিয়েছিল যে iQOO Pad 2 Pro ট্যাবলেটটি 66W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ