Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferPocoSmartphoneSmartphone OfferTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

অফার- Poco C55 ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি মডেলকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে

Poco C55 ফোনটির এমআরপি ১৩৯৯৯ টাকা, কিন্তু আপনি ফোনটিকে ৭৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন যা ফন্তির আসল দামের থেকে প্রায় অর্ধেক।

Smartphone Offer- Poco C55

আপনি নতুন ফোন কিনতে চান কিন্তু আপনার বাজেট খুবই কম তাহলে একেবারে চিন্তা করবেন না। আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার। জী হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই মুহূর্তে Poco C55 ফোনটিকে আপনি এর আসল দামের থেকে প্রায় অর্ধেক দাম দিয়ে কিনতে পারবেন। তাও আবার ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টকে।

Poco C55 ফোনটির এমআরপি ১৩৯৯৯ টাকা। কিন্তু আপনি ফোনটিকে ৪২ শতাংশ ডিস্কাউন্ট এর সাথে মাত্র ৭৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও ফোনটির উপরে অতিরিক্ত ৫% ডিস্কাউন্ট রয়েছে যদি ফোনটিকে Flipkart Axis Bank Credit কার্ড দিয়ে কেনা হয়। ফোনটিকে আপনি ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। আবার আপনি আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করেও কিনতে পারবেন। এই অফার শুধুমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে। ফোনটিকে Power Black, Cool Blue, এবং Forest Green কালারে পাওয়া যাচ্ছে। এদিকে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র ৬৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ

Poco C55 ফোন ফিচার

ডিসপ্লেঃ পোকো সি৫৫ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬৫০ বাই ৭২০ পিক্সেল রেজুলসন যুক্ত .৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে।

প্রসেসরঃ পারফরমান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে অক্টাকোর Mediatek Helio G85 প্রসেসর। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।

র‍্যাম ও স্টোরেজঃ ফোনটিতে ৪জিবি/৬জিবি এবং ৬৪জিবি/১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি AI ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন ৫০০০এমএএইচ এর লিথিয়াম পোলিমার ব্যাটারি। যা ১০ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে।

অন্যান্য ফিচারঃ পোকো সি৫৫ ফোনটি IP52 রেটিং সহ উপলব্ধ রয়েছে। সিকুরিটির জন্য ফোনটির পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে ৪জি, ৩জি নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, GPS, AGPS, ডুয়েল ন্যানো সিম, এবং ৩.৫মিমি অডিও জ্যাক। ফোনটির ওজন ১৯২ গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ