Aadhaar CardBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsTech Banglatech guideTech Newstech news todaytech tipsTech Tips Banglatech worldtips and tricstrending tech news
Trending

Aadhaar Biometric Lock- অনলাইনে ঘরে বসেই আধার কার্ড চট করে লক করে নিন, রইল পদ্ধতি

সর্বহারা হওয়ার আগে অনলাইনে ঘরে বসেই আধার কার্ড লক করে নিন। আধার কার্ড বায়োমেট্রিক লক

Aadhaar Biometric Lock

Aadhaar Biometric Lock- আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করে নিলে আঙুলের ছাপ সক্রিয় থাকবে। ফলে ব্যাঙ্ক বা স্টক মার্কেট কোথাওই এই কার্ড ব্যবহার করা যাবে না। আঙুলের ছাপ, চোখের স্ক্যান, এবং ফটো তলার পরই আপনার হাতে এসেছে এই আধার কার্ড। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, এখন সেই বায়োমেট্রিক তথ্যও হ্যাকাররা কারচুপি করছে। ফলে অনেককেই তাদের সঞ্চিত সম্পত্তি খোয়াতে হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ সতর্ক থাকতে নিজের বায়োমেট্রিক তথ্য লক করে রেখে দিন। তারা জানিয়েছেন যে, মূলত একাধিক সরকারী ওয়েবসাইট যেখানে ভারতীয় নাগরিকদের বায়োমেট্রিক তথ্য জমা রয়েছে, সেগুলি হ্যাকাররা হ্যাক করে এই তথ্য চুরি করছে। তাই আপনি যদি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখেন তাহলে অপরাধীরা আপনার তথ্য চুরি করতে পারবে না।

আরও পড়ুনঃ

কীভাবে অনলাইনে আধার বায়োমেট্রিক লক করবেন? Aadhaar Biometric Lock

আধার কার্ডের বায়োমেট্রিক লক করার জন্য প্রথমে আপনাকে UIDAI’র অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে আপনি ‘Login’ বাটন পাবেন, এই বাটানে ক্লিক করতে হবে।

এবার আপনাকে আপনার আধার কার্ডের 12 ডিজিটের নাম্বার দিয়ে ক্যাপচা ফিল-আপ করতে হবে এবং ‘OTP’ অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে লগইন করতে হবে। এবার আপনি হোমপেজে ‘Lock/Unlock Biometrics’ অপশন পাবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে যাবে।

আপনাদের জানিয়ে রাখি যে আধার কার্ডের বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট/ফেস ডেটা) একবার লক হলে তা আর কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন ব্যাঙ্ক, বা কোন অ্যাপস ইত্যাদি। তবে আধার কার্ডে বায়োমেট্রিক লক করার জন্য আপনার আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে।

এদিকে mAadhaar অ্যাপের মাধ্যমেও এই আধার লক করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এমআধার অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে আপান্র আধারের ১২ ডিজিট নাম্বার এবং ওটিপি দিয়ে লগইন করে লক আধার অপশন থেকে আধার কার্ডটিকে লক করতে পারবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ