Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSamsungSamsung GalaxySmartphonetech news todaytech worldtrending tech news

Samsung Galaxy F13 ফোনটিকে খুবই সস্তায় কিনুন, দেখুন ফিচার

আপনি যদি অফারে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Samsung Galaxy F13 কোম্পানি এই বছরের জুন লঞ্চ করেছিল। এই ফোনের 2টি ভেরিয়েন্ট রয়েছে। যা লঞ্চের সময় 4 GB RAM ও 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 14,999 টাকা এবং 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। কিন্তু ফ্লিপকার্টের দিওয়ালি সেলে এই ফোনটি খুবই সস্তা হয়ে গেছে।

Samsung Galaxy F13

 

আপনি যদি অফারে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Samsung Galaxy F13 কোম্পানি এই বছরের জুন লঞ্চ করেছিল। এই ফোনের 2টি ভেরিয়েন্ট রয়েছে। যা লঞ্চের সময় 4 GB RAM ও 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 14,999 টাকা এবং 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। কিন্তু ফ্লিপকার্টের দিওয়ালি সেলে এই ফোনটি খুবই সস্তা হয়ে গেছে।

 
Flipkart-এর দিওয়ালি সেলে, Samsung Galaxy F13-এর 4 GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটিকে আপনি মাত্র 9,499 টাকা দিয়ে কিনতে পারবেন। আবার এই ফোনের 4 GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচা করতে হবে মাত্র 10,999 টাকা। এই ফোনে, আপনি SBI এবং Kotak Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে 1250 টাকায় 10 শতাংশ তাত্ক্ষণিক ছাড় পেতে পারেন। 
 
এছাড়াও, আপনি Flipkart Axis Bank কার্ড দিয়ে এই ফোনটি কিনলে আপনি 5 শতাংশ কেশ ব্যাক পাবেন। এদিকে ফোনটিকে আপনি 1584 টাকার প্রতি মাসের নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।
 

Samsung Galaxy F13 ফোন ফিচার

Samsung Galaxy F13 ফোনে রয়েছে 6.6 ইঞ্চির Full HD+ Dewdrop ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2408 পিক্সেল। পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন Octa-Core Exynos 850 প্রসেসর। মেমোরি কার্ড এর মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
 
এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 5 ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
 
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F13 ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi, GPRS, USB C পোর্ট। 
 
এই ফোনটির ওজন 207 গ্রাম। এই ফোনে 4G LTE, WCDMA, GSM সাপোর্ট করবে। এছাড়া এতে পেয়ে যাবেন Accelerometer, Geomagnetic Sensor, Virtual Light Sensing, Virtual Proximity Sensing ইত্যাদি সেন্সর।
 
 

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ