BikeElectric ScooterTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology News

রয়্যাল এনফিল্ড এর মত দেখতে Cyborg Armour ইলেকট্রিক বাইকটি 172 টাকা খরচে সারা মাস চলবে

Cyborg Armour – স্টাইলিশ এবং আরামদায়ক রাইডিং পোস্চারের জন্য ক্রেতাদের কাছে রয়্যাল এনফিল্ড জাতীয় মডেলের মত বাইকের চাহিদা খুব বেশি । কিন্তু মাইলেজ কম হওয়ার জন্য অনেকেই এই জাতীয় বাইক কেনা থেকে বিরত থাকে।

Cyborg-Armour-bike

এই মোক্ষম সুযোগকে কাজে লাগাচ্ছে দেশের কয়েকটি ইলেকট্রিক টু-হুইলার নির্মাণকারি সংস্থা। আমরা এই প্রতিবেদনে ভারতের বাজারে উপলব্ধ এমনই একটি জনপ্রিয় ক্রুজার বাইক Cyborg Armour-এর সম্পর্কে জানবো। যার মাইলেজ দুর্দান্ত। খুবই কম খরচে আপনি এই বাইকটিকে সারা মাস চালাতে পারবেন।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

সবচেয়ে আকর্ষণের বিষয় হল Cyborg Armour মাত্র 172 টাকায় প্রতি মাসে 1000 কিলোমিটার চালানো যাবে। এই বাইকটিকে 3500 টাকার মাসিক কিস্তি ও 8.5 শতাংশ সুদের হারে কেনা যাবে। বাইকটির এক্স-শোরুম প্রাইস 1 লক্ষ 85 হাজার টাকা।

Cyborg Armour বাইকের ফিচার

ইলেকট্রিক বাইক হিসেবে Cyborg Armour বাইকটি নামকরা আইসিই টু-হুইলার মডেলকেও হারাতে সক্ষম। Cyborg Armour ইলেকট্রিক বাইকে রয়েছে 3.24 কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা একবার ফুল চার্জ দিলে 150 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এই চার্জ এর জন্য আপনার খুব বেশি খরচ হবে না।

এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় চার থেকে পাঁচ ঘন্টা। সাসপেনশনের জন্য এতে দেওয়া হয়েছে ডুয়েল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। এর ইলেকট্রিক মোটর থেকে 8.5 কিলোওয়াট শক্তি উৎপন্ন হবে। ব্রেকিংয়ের জন্য উভয় চাকাতে ডিস্ক ব্রেক আপনি পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ