Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaOfferOffer ZoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Motorola G32 ফোনের উপরে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিকাউন্ট অফার, আজই অর্ডার করুন

মোটোরোলা জি৩২ ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৪২% ডিস্কাউন্ট, অর্থাৎ ফোনটিকে আপনি মাত্র ১০৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। যার মধ্যে থাকছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ।

Motorola G32

আপনি যদি নতুন ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, তাও আবার ডিস্কাউন্ট দিয়ে। তাহলে আপনি MOTOROLA G32 ফোনটিকে ক্রয় করতে পারেন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক মোটোরোলা জি৩২ ফোনের দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

মোটোরোলা জি৩২ ফোনটির আসল দাম ১৮৯৯৯ টাকা। কিন্তু ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৪২% ডিস্কাউন্ট অফার। ফলে ফোনটিকে আপনি মাত্র ১০৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও ফোনটিতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। যদি আপনি এই ব্যাংক অফারের লাভ উঠাতে পারেন। তাহলে ফোনটিকে আরও কম দামে কিনতে পারবেন।

এদিকে ফোনটিকে আপনি ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন। ফোনটি Mineral Gray, Rose Gold, Satin Maroon, এবং Satin Silver কালারে উপলব্ধ রয়েছে।

Motorola G32 ফোন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়ায়েড ডেপ্ত ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এতে আপনি পেয়ে যাবেন ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারি। যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
  • সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এতে রয়েছে Proximity Sensor, Accelerometer, Ambient Light Sensor, SAR Sensor, Gyroscope, Sensor Hub, E-Compass ইত্যাদি সেন্সর।
  • ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর। এতে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • এছাড়া এতে পেয়ে যাবেন Bluetooth, Wi-Fi, GPS, USB type C port, 3.5mm অডিও জ্যাক। ফোনটির ওজন ১৮০ গ্রাম।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ