Aadhaar CardPan Cardtech guidetech tipsTech Tips Banglatips and trics

নিষ্ক্রিয় Pan Card কে কীভাবে সক্রিয় করবেন? জেনেনিন পদ্ধতি

Pan Aadhaar Link

Pan Aadhaar Link: ৩০শে জুন PAN কার্ড Aadhaar কার্ড Link করার শেষ তারিখ ছিল। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই লিঙ্কের জন্য 30শে জুন দিনটাকেই শেষ সময়সীমা হিসেবে ধার্য করেছিল। যাদের ৩০ জুনের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয় তাদের প্যান কার্ড ১লা জুলাই থেকে বাতিল হয়ে গিয়েছে। ফলে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সহ বহু আর্থিক কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। এই অসুবিধে যত দিন যাবে ততই বাড়বে।

Pan Aadhaar Link

আপনাদের জানিয়ে রাখি যে ৩০শে জুন ২০২২ শেষ সময়সীমার পরও দেশের বহু মানুষ প্যান-আধার লিঙ্ক করতে পারেনি। তাদের জন্য গত বছরের ৩১ জুনের পর এই লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়। সাথে ১,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

তারপরও বহু মানুষ লিঙ্ক না করার জন্য সরকার আরও তিন মাসের জন্য সময়সীমা বাড়িয়ে দেয়। অর্থাৎ ৩০শে জুন ২০২৩ মধ্যে এই লিঙ্ক প্রক্রিয়া সেরে ফেলতে বলা হয়েছিল। জরিমানার অঙ্ক‌ও ১,০০০ টাকাই রাখা হয়েছিল। সেই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তারপর আর কোন অতিরিক্ত সময়সীমা দেয় হয়নি আরকর বিভাগের পক্ষ থেকে। ঘোষণা অনুযায়ী যাদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই তাঁদের প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে আবার ১,০০০ টাকা খরচ করে এক মাসের মধ্যেই নিজের প্যান কার্ডকে সক্রিয় করে তুলতে পারবেন। কিভাবে করবেন দেখে নিন।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

প্রথমে https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/verifyYourPAN/1 এই লিঙ্কে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার ব্রাউজার থেকে এই লিঙ্কটিকে ওপেন করতে হবে। তারপর Verify Your PAN অপশনে ক্লিক করতে হবে।

এবার এখানে নির্দিষ্ট জায়গায় আপনার প্যান কার্ড নম্বর, নাম এবং জন্ম তারিখ দিতে হবে। সাথে মোবাইল নম্বর দিন। এরপর আপনার ফোনে একটি OTP আসবে, সেই ওটিপি যথাযথ স্থানে বসাতে হবে। এরপর Continue অপশনে ক্লিক করুন। এবার আপনার স্ক্রিনে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাবে। এখান থেকে আপনি আপনার প্যান কার্ডটি সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গিয়েছে দেখতে পাবেন।

নিষ্ক্রিয় প্যান কার্ড কে সক্রিয় করবেন কীভাবে?

প্রথমে https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/verifyYourPAN/1 এই লিঙ্কে ক্লিক করে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এখান থেকে e-Pay Tax অপশনে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডের ডিটেলস ফিলাপ করুন।

এবার CHALLAN NO./ITNS 280-এই অপশনে ক্লিক করে ১,০০০ টাকা ফি দিন, অনলাইনের মাধ্যমে। এবার অ্যাসেসমেন্ট বছর এবং ঠিকানা দিন। এবার সঠিক জায়গায় ক্যাপচা দিয়ে প্রসেস করুন। এটা করার ঠিক ৩০ দিনের মধ্যে আপনার নিষ্ক্রিয় প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ