5G5G SmartphoneiQOOlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech News Banglatech news today

iQOO 12 ফোনটি ভারতে লঞ্চের আগেই নজির গড়ল, এতে কি কি রয়েছে দেখেনিন

iQOO 12 ফোনের দাম, ফিচার ও লঞ্চ ডেট সম্পর্কে জেনেনিন বিস্তারিত

iQOO 12

গত সপ্তাহে, iQoo আনুষ্ঠানিকভাবে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 12 লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার সাথে সাথে তারা একটি এক্সক্লুসিভ প্রায়োরিটি পাসও চালু করেছে। এই অগ্রাধিকার পাসগুলির ভারতীয় গ্রাহকদের মধ্যে উচ্চ চাহিদা ছিল। আর এখন জানা গেছে, ৫ থেকে ৭ ডিসেম্বর পাওয়া যাওয়ার কথা থাকলেও মুক্তির নয় ঘণ্টার মধ্যেই সব পাস বিক্রি হয়ে গেছে। অগ্রাধিকার পাস হোল্ডাররা অফিসিয়াল সেল শুরু হওয়ার একদিন আগে 13 ডিসেম্বর iQOO 12 কেনার সুযোগ পাবেন। ডিভাইসটি 12 ডিসেম্বর বিকাল 5 টায় লঞ্চ হওয়ার কথা রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

iQOO 12 ফোনটির দাম ই-কমার্স সাইট Amazon-এ ফাঁস হয়েছে। ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে ৫২,৯৯৯ টাকা এবং এর 16GB RAM ও 562GB স্টোরেজ মডেলের দাম হবে ৫৭,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ

iQOO 12 ফোন ফিচার

এই ফোনটি গত মাসে চীনে লঞ্চ হয়েছিল, তাই এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা রয়েছে। আর ফোনটির ভারতীয় সংস্করণেও একই বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা হচ্ছে। এতে একটি ৬.৭৮-ইঞ্চির 1.5K ফ্ল্যাট LCD AMOLED ডিসপ্লে রয়েছে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৪০০ নিট পর্যন্ত অবিশ্বাস্য ব্রাইটনেস এবং HDR মোডে ৩০০০ পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস প্রদান করে।

ফোনটি Adreno 750 GPU সহ octa-core Snapdragon 8th Gen 3 চিপসেট দ্বারা চলে এবং এতে ২৫৬ জিবি, ৫১২ জিবি বা ১ টিবি (UFS 4.0) স্টোরেজ অপশনের সাথে ১২ জিবি বা ১৬ জিবি র‍্যাম অফার করে। চীনে আইকো ১২ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪.০ (OriginOS 4.0) কাস্টম স্কিনে রান করে। তবে বিশ্ব বাজারে এটি Funtouch OS 14 এর সাথে লঞ্চ করা হবে।

ডিভাইসটিতে একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি ইউএসবি টাইপ-সি অডিও, স্টেরিও স্পিকার এবং হাই-ফাই অডিও গুণমান অফার করে। ফটোগ্রাফির জন্য, ৫০-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি ৫০-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 3x জুম সহ একটি ৬৪-মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 12 ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ