5G5G SmartphoneIndialatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech BanglaTech NewsTech News Banglatech news todaytrending tech news

দুর্দান্ত ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে Motorola Edge 40 Neo 5G ফোনটিকে, সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে

Motorola Edge 40 Neo 5G ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৮ হাজার টাকার ছাড়। এর দাম পড়বে ২২ হাজার ৯৯৯ টাকা।

MOTOROLA Edge 40 Neo

জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ Flipkart Big Billion Days Sale শুরু হয়েছে। আপনি যদি একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তাহলে এটাই সুযোগ। এই সেল থেকে আপনি Motorola Edge 40 Neo 5G ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ পাচ্ছেন। এই ফোনটি IP68 রেটিং সহ আসা বিশ্বের সবচেয়ে হালকা 5G স্মার্টফোন। Flipkart Big Billion Days Sale-এ ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৯৯৯৯ টাকায়, যার আসল দাম ২৮ হাজার টাকা।

আপনাদের জানিয়ে রাখি যে মোটোরোলা কোম্পানি Edge 40 Neo 5G ফোনটিকে গত মাসে ভারতের বাজারে লঞ্চ করেছিল। ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা (আসল দাম ২৭,৯৯৯ টাকা) এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা (আসল দাম ২৯,৯৯৯ টাকা)। ফোনটিকে ব্ল্যাক বিউটি, কেনেল বে এবং সুথিং সি কালারে আপনি ক্রয় করতে পারবেন।

Flipkart Big Billion Days Sale-এর মাইক্রোসাইটে Motorola Edge 40 Neo 5G ফোনটিকে বিক্রির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সেলে ফোনটিকে ব্যাঙ্ক অফার সহ আপনি মাত্র ১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ভেরিয়েন্টের হতে পারে।

MOTOROLA Edge 40 Neo ফোন ফিচার

  • ডিসপ্লে: ফোনটির মধ্যে 6.55 ইঞ্চির pOLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং ফোনটির স্ক্রীন রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল।
  • র‍্যাম ও স্টোরেজ: ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • অপারেটিং সিস্টেম: ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৩০ প্রসেসর দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ip68 রেটিং, ৫জি, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। সিকুরিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ