5G5G SmartphoneBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphonetechtech news todaytech worldtrending tech news

Motorola Edge 40 স্মার্টফোন Dimensity 8020 প্রসেসর সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Motorola Edge 40

Motorola Edge 40

 

Smartphone নির্মাতা Company Motorola অবশেষে ইউরোপের বাজারে Motorola Edge 40 Smartphone লঞ্চ করলো। আপনাদের জানিয়ে রাখি যে ফোনটিকে Company Edge 40 Pro-এর Downgrade Version নিয়ে এসেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 8020 প্রসেসর, Full HD+ OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের Primary সেন্সর এবং 4400mAh-এর Battery। তাহলে চলুন জেনে নেওয়া যাক Motorola Edge 40 ফোনের Specification, Features এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

 

ইউরোপের বাজারে Motorola Edge 40-এর 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 550 ইউরো (ভারতীয় মুল্যে প্রায় 49,700 টাকার মত)। ফোনটিকে আপনি ভেগান লেদার ফিনিশ সহ Nebula Green ও ইক্লিপস ব্ল্যাক কালারে এবং অ্যাক্রিলিক ফিনিশ সহ Lunar Blue কালারে পেয়ে যাবেন। এই Motorola Edge 40 ফোনটিকে কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে, সে বিষয়ে কোম্পানি পক্ষে কিছু জানানো হয়নি।

Motorola Edge 40 ফোন ফিচার

  • এই ফোনে পাঞ্চ-হোল Cut-Out সহ 6.55 ইঞ্চির Curved OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Full HD+ Screen রেজোলিউশন সাপোর্ট করবে। এতে 144 হার্টজ Refresh Rate এবং 1200 Nits পিক Brightness সাপোর্ট করবে।
  • ডিভাইসটি MediaTek Dimensity 8020 প্রসেসরে চলবে, যার সাথে 8GB এলপিডিডিআর4এক্স RAM এবং 256GB ইউএফএস 3.1 ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এতে লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে। সিকুরিটির জন্য এতে In-Display Fingerprint স্ক্যানার দেওয়া হয়েছে
  • Motorola Edge 40-এর রিয়ার প্যানেলে বর্গাকার Camera মডিউল দেওয়া হয়েছে। যার Primary Camera 50 মেগাপিক্সেলের, সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত রয়েছে।
  •  Selfie ও Video Calling -এর জন্য ফোনটির সামেন 32 মেগাপিক্সেলের Selfie ক্যামেরা দেওয়া হয়েছে।
  • Power ব্যাকআপের জন্য এরে 68W এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4400mAh-এর ব্যাটারি রয়েছে। 
  • উন্নত অডিওর জন্য, এতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে যা ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা হয়েছে। 
  • ফোনটি IP68 Rating সহ বাজারে এসেছে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ