Gadgetslatest techlatest tech newslatest technology newsNoiseSmartwatchTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech newsWatch

NoiseFit Halo Plus, Nova, ও Arc স্মার্টওয়াচ খুবই কম দামে লঞ্চ হল

Amazon Prime Day সেল উপলক্ষ্যে NoiseFit ভারতের বাজারে নিয়ে এসেছে NoiseFit Halo Plus, Nova, এবং Arc স্মার্টওয়াচ। এর মধ্যে NoiseFit Halo Plus স্মার্টওয়াচটি প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হয়েছে। এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট দেওয়া হয়েছে।

NoiseFit Halo Plus

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এদিকে NoiseFit Nova স্মার্টওয়াচটি মিডল রেঞ্জে বাজারে এসেছে। আবার NoiseFit Arc ওয়াচটি হল একটি বাজেট স্মার্টওয়াচ। তাহলে চলুন দেখে নেওয়া যাক NoiseFit Halo Plus, NoiseFit Nova, এবং NoiseFit Arc স্মার্টওয়াচগুলির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

NoiseFit Halo Plus স্মার্টওয়াচটির দাম 4499 টাকা রাখা হয়েছে। এদিকে NoiseFit Nova স্মার্টওয়াচের দাম 2999 টাকা। NoiseFit Arc স্মার্টওয়াচটিকে আপনারা 1399 টাকায় পেয়ে যাবেন। এই ঘড়িটিকে জেট ব্ল্যাক, রোজ পিঙ্ক, সিলভার গ্রে, স্পেস ব্লু এবং ডিপ ওয়াইন কালারে পেয়ে যাবেন। NoiseFit Halo Plus স্মার্টওয়াচটিকে এলিট ব্ল্যাক, এলিট সিলভার এবং এলিট ব্লু কালারের মেটাল স্ট্র্যাপ অপশনে পাওয়া যাবে। NoiseFit Nova ঘড়িটিকে সিলভার গ্রে, ফরেস্ট গ্রিন, জেড ব্ল্যাক এবং ক্লাসিক আইভরি কালারে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

NoiseFit Halo Plus, Nova, এবং Arc স্মার্টওয়াচ ফিচার

Halo Plus ও NoiseFit Nova স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন 1.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 466 পিক্সেল বাই 466 পিক্সেল এবং এর ডিসপ্লেগুলির ব্রাইটনেস সর্বোচ্চ 550 নিট। Halo Plus স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট দেওয়া হয়েছে।

NoiseFit Arc স্মার্টওয়াচে 1.38 ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রীন রেজোলিউশন 240 পিক্সেল বাই 240 পিক্সেল এবং 550 নিট সর্বোচ্চ ব্রাইটনেস। এই ডিভাইসগুলিকে একশটিরও বেশি ক্লাউড বেস ওয়াচফেস দেওয়া হয়েছে। নভা মডেলে দেওয়া হয়েছে নয়েজ ওএস চালিত অ্যানিমেটেড ওয়াচফেস। এই তিনটে স্মার্টওয়াচে পেয়ে যাবেন Bluetooth 5.3 কানেক্টিভিটি এবং ব্লুটুথ কলিংয়ের জন্য ট্রুসিঙ্ক টেকনোলজি।

হেলথ ফিচার হিসেবে এই ঘড়িগুলিতে পেয়ে যাবেন হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর ফিচার, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার, স্ট্রেস লেভেল মনিটর এবং ব্রিদিং ট্রেনার ইত্যাদি। এই ঘড়িগুলি ডেইলি রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। NoiseFit অ্যাপের মাধ্যমে ঘড়িগুলিকে নিয়ন্ত্রণ করা যাবে।

Halo Plus এবং Arc স্মার্টওয়াচ একবার চার্জে 5 দিন পর্যন্ত এবং Nova স্মার্টওয়াচটি 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই ঘড়িগুলিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ