5G5G Smartphonelatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneOppoOppo SmartphonePhone OfferSmartphoneSmartphone OfferTechnology Newstrending tech news

২০ হাজারের দুটি OPPO 5G ফোনের দাম এখন আরও সস্তা করে দেওয়া হয়েছে,

OPPO A79 5G এবং OPPO A78 5G ফোনের দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে কোম্পানি

Oppo 5g Phone Offer
Oppo 5g Phone Offer

Oppo 5g Phone Offer- OPPO কোম্পানি ভারতীয় গ্রাহকদের Valentine’s Day উপহার হিসেবে দুটি 5G ফোনের দাম কমিয়েছে। কোম্পানি OPPO A79 5G এবং OPPO A78 5G ফোনের দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে। দাম কমানোর পর আজ থেকেই নতুন দামে কেনা যাবে এই ফোন দুটিকে। এই ফোন দুটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে।

OPPO A79 5G ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের নতুন দাম হয়েছে 18,999 টাকা। এদিকে Oppo A78 5G ফোনের নতুন দাম হয়েছে 17,999 টাকা। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের।

আরও পড়ুনঃ

OPPO A78 5G ফোন ফিচার

  • Oppo A78 5G ফোনটি 1612 বাই 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম সহ এসেছে যা Color OS 12 এর সাথে কাজ করে।
  • এই স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পিড সহ Octacore MediaTek Dimensity 700 প্রসেসর রয়েছে, যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি।
  • এতে 8GB RAM রয়েছে যা 16GB RAM এর শক্তি সমর্থন করে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের পিছনের প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে, যা F/2.4 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ডেপ্ত সেন্সরের সাথে কাজ করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • OPPO A78 5G একটি ডুয়াল সিম ফোন যা 5G এবং 4G উভয় সাপোর্ট করে। সিকুরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, রয়েছে 5,000 mAh ব্যাটারি সাপোর্ট যা 33W ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে কাজ করবে।

OPPO A79 5G ফোন ফিচার

  • এই ফোনে 6.72-ইঞ্চি FHD+ সানলাইট পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।
  • Oppo কোম্পানির এই ফোনটিতে মিডিয়াটেক 6020 চিপসেট দেওয়া হয়েছে।
  • এই ফোনে 8GB RAM ও 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এর সঙ্গে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া এতে 8GB RAM expansion ফিচারও রয়েছে, যার মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM সাপোর্ট পাওয়া যাবে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13 এ কাজ করে।
  • ফটোগ্রাফির জন্য OPPO A79 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই সেটআপে 50MP ISOCELL JN1 প্রাইমারি সেন্সর এবং 2MP পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • এই ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে, যা ফোনটিকে জলের ছিটা থেকে সুরক্ষিত রাখবে। এতে ডুয়েল সিম সাপোর্ট করবে, 5G, 4G, Bluetooth, Wi-Fi, 3.5mm হেডফোন জ্যাকের মতো প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন।
  • OPPO A79 5G ফোনে 33W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 51% পর্যন্ত চার্জ হয়ে যাবে যা কোম্পানি দাবি করেছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ