latest techlatest tech newslatest technology newsRealmetechtech news todaytech worldtrending tech news

Realme 11 Pro+ স্মার্টফোন 200 মেগাপিক্সেল কামেরা নিয়ে 16 মে বাজারে আসতে চলেছে।

Realme 11 Pro+

খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Realme 11 সিরিজ স্মার্টফোন। এই সিরিজে অধিনে দুটি ফোন রয়েছে – যেগুলি হল Realme 11 Pro+ এবং Realme 11 Pro ।

Realme 11 Pro

দুটি ফোনই ভারতের বাজারে আগামি 16ই মে লঞ্চ হতে চলেছে। তবে এখন পর্যন্ত কোম্পানির কাছ থেকে কোন নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। তবে এই বিষয়ে জল্পনা চলছে। অনেক টিপস্টার Realme 11 সিরিজের এই লঞ্চের তারিখ উল্লেখ করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে ফোনটি কয়েকদিন আগে চীনের বাজারে লঞ্চ হয়েছিল। এর মধ্যে সেরা ফোন হল Realme 11 Pro+ যাতে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা।

আরও পড়ুনঃ

Realme 11 Pro+ ও Realme 11 Pro ফোন ফিচার

Realme 11 Pro+ ফোনে 6.7-ইঞ্চির Full HD + AMOLED কার্ভড ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ। এই ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেট দ্বারা চালিত হবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন5000mAh-এর ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া যাবে।

Realme 11 Pro+ ফোনে রাউন্ড ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকবে, যার প্রধান সেন্সর হবে 200 মেগাপিক্সেলের। মূল ক্যামেরা ফিচারের মধ্যে থাকবে SuperOIS, Samsung-এর HP3 সুপার জুম সেন্সর এবং 85-ডিগ্রি ফিল্ড অফ ভিউ। অন্য দুটি ক্যামেরা হবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার।

Realme 11 Pro 5G ফোনের ডিজাইন মূলত Realme 11 Pro+ মডেলের মতো হতে চলেছে। এই মডেলটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেট দ্বারা চালিত হবে। 

ফোনটির প্রসেসর 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এই ফোনে একটি 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন এবং ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোন দুটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন।

Realme 11 Pro+ ও Realme 11 Pro ফোনের দাম

টিপস্টার দেবায়ন রায়ের মতে, Realme 11 সিরিজের ফোন আগামী 16ই মে ভারতের বাজারে আসবে। তিনি আরও বলেন যে এই সিরিজের দুটি ফোন অর্থাৎ Realme 11 Pro+ এবং Realme 11 Pro একই দিনে ভারতের বাজারে লঞ্চ হবে। তিনি আরও জানান যে Realme 11 Pro এর দাম 22,000 থেকে 23,000 টাকার মধ্যে থাকতে পারে। অন্যদিকে, Realme 11 Pro+ মডেলটি ভারতে 28,000 থেকে 29,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ