5G5G SmartphoneBangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneRedmiSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech world

Redmi 10 5G স্মার্টফোন লঞ্চ হল খুবই কম দামে, দেখুন ফিচার ও স্পেসিফিকেসন

Redmi 10 5G স্মার্টফোন বাজারে লঞ্চ হয়েছে। এই এন্ট্রি লেভেল ফোনের দাম প্রায় 14,000 টাকা থেকে শুরু। বর্তমানে ফোনটিকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশে লঞ্চ করা হয়েছে। 

redmi 10 5g

 

Redmi 10 5G ফোনে আপনি পেয়ে যাবেন 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 90 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়া এতে রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক Redmi 10 5G ফোনের দাম এবং ফিচার।
 
রেডমি 10 5G ফোনের 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 269,900 ইন্দোনেশিয়ান রুপিয়া (যা ভারতীয় মুল্যে প্রায় 14,300 টাকার মত)। আবার এর 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 289,900 ইন্দোনেশিয়ান রুপিয়া (ভারতীয় মুদ্রায় প্রায় 15,400 টাকার মত)। Redmi 10 5G ফোনটিকে অরোরা গ্রীন, ক্রোম সিলভার এবং গ্রাফাইট গ্রে রঙে পাওয়া যাবে।
 

Redmi 10 5G ফোন ফিচার

  • এই 5G ফোনটিতে 6.58-ইঞ্চির ফুল HD+ IPS LCD রয়েছে, যার 90 হার্টজ রিফ্রেশ রেট, স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2048 পিক্সেল এবং এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। 
  • ফটোগ্রাফির জন্য Redmi 10 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই ক্যামেরাগুলি একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • পারফরম্যান্সের জন্য ফোনটির মধ্যে MediaTek Dimension 700 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 6GB পর্যন্ত RAM (LPDDR4X) এবং 128GB স্টোরেজ (UFS 2.2) সাপোর্ট সহ এসেছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে অর্থাৎ এতে মেমোরি কার্ড লাগানো যাবে। 
  • ফোনটি Android 12 ভিত্তিক MIUI 13 কাস্টম স্কিনে চলবে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 
  • Redmi 10 5G ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi, Bluetooth, GPS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। 
  • ফোনটির ওজন 200 গ্রাম।
 

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ