5G5G SmartphoneBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneNewsRedmiSmartphoneTech News Banglatech news todaytech worldtrending tech news

Redmi Note 12 5G স্মার্টফোন সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Redmi ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G, এবং Redmi Note 12 Pro Plus 5G অন্তর্ভুক্ত করা হয়েছে। 

Redmi Note 12 5G

 

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Redmi ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G, এবং Redmi Note 12 Pro Plus 5G অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপনাদের জানিয়েদি যে এই সিরিজটি বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এই সিরিজের প্রো + মডেল হল স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসরের। এদিকে Redmi Note 12 Pro+ 5G এবং Redmi Note 12 Pro 5G ফোনে রয়েছে MediaTek Dimensity 1080 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।

রেডমি নোট ১২ Pro + 5G-এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা, 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম 32,999 টাকা। ফোনটিকে আর্কটিক হোয়াইট, আইসবার্গ ব্লু এবং অবসিডিয়ান ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

আবার 12 Pro 5G এর 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা, 8GB RAM ও 128GB স্টোরেজের দাম 26,999 টাকা এবং 8GB RAM ও 256GB মডেলের দাম 27,999 টাকা। এই ফোনটিকে ফ্রস্টেড ব্লু, স্টারডাস্ট পার্পল এবং অনিক্স ব্ল্যাক কালারে আনা হয়েছে।

আরও পড়ুনঃ

 

এদিকে রেডমি নোট ১২ ৫জি ফোনে 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই স্মার্টফোনটি ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু কালারে ক্রয় করা যাবে। এই ফোনগুলিকে 11 জানুয়ারী দুপুর 12টা থেকে ই-কমার্স সাইট Flipkart, Amazon, Mi.com, Mi Home স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে ক্রয় করা যাবে।

Redmi Note 12 Pro+ 5G ফোন ফিচার

12 Pro+ 5G ফোনে রয়েছে 6.67-ইঞ্চির ফুল-HD+ AMOLED ডিসপ্লে যা 30 হার্টজ থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং এবং 900 nits সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। এর স্ক্রীন রেজুলসন 1,080 পিক্সেল বাই 2,400 পিক্সেল।

12 Pro+ ফোনে 12GB পর্যন্ত LPDDR4X RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং Mali-G68 MC4 GPU সহ অক্টা-কোর 6nm MediaTek Dimensity 1080 প্রসেসর রয়েছে।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যাতে 200-মেগাপিক্সেলের স্যামসাং এইচপিএক্স সেন্সর সহ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে।

সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,980mAh ব্যাটারি রয়েছে।

Redmi Note 12 Pro 5G ফোন ফিচার

রেডমি নোট প্রো ৫জি 5G ফোনে রয়েছে 6.67-ইঞ্চির ফুল-এইচডি+ 120 হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 1,080 পিক্সেল বাই 2,400 পিক্সেল, 1200 nits পিক ব্রাইটনেস, 394ppi পিক্সেল ঘনত্ব এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট।

এই ফোনে MediaTek Dimensity 1080 প্রসেসর রয়েছে, এতে 12GB পর্যন্ত RAM, 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ, এবং Mali-G68 GPU দেওয়া হয়েছে।

Redmi Note 12 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে আপনি পেয়ে যাবেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

এতে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি।

Redmi Note 12 5G ফোন ফিচার

রেডমি নোট ১২ ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1200nits পিক ব্রাইটনেস, 394ppi পিক্সেল ঘনত্ব এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট সহ 6.67-ইঞ্চির ফুল-এইচডি AMOLED ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1,080 পিক্সেল বাই 2,400 পিক্সেল।

রেডমি নোট ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি ক্যামেরা 48-মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 8-মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 13-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6nm অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসর রয়েছে, যা 8GB পর্যন্ত RAM, 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং Adreno 619 GPU সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ

 

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ