5G5G SmartphoneMobile PhoneSamsungSamsung GalaxySmartphoneTech News Banglatech news today

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর নতুন স্মার্টফোন বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে, Galaxy M44 5G নামে ভারতে লঞ্চ হবে।

Samsung Galaxy Jump 3 ফোনটি ভারতে লঞ্চ হবে খুব শীঘ্রই

Samsung Galaxy Jump 3

Samsung Galaxy Jump 3- Samsung তাদের হোম মার্কেট কোরিয়ায় একটি নতুন স্মার্টফোন Samsung Galaxy Jump 3 লঞ্চ করেছে। এই ফোনে Qualcomm Snapdragon 888 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। মজার ব্যাপার হল Galaxy M44 5G কোরিয়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের URL-এ লেখা আছে। অর্থাৎ, এই ফোনটি Samsung Galaxy M44 5G নামে ভারতের বাজারে Samsung Galaxy Jump 3 নামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

কোম্পানি এই নতুন ফোনটিকে ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করেছে। এই ফোনের দাম রাখা হয়েছে KRW 4,38,900 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,৭০০ টাকার মতো। Samsung Galaxy Jump 3 ফোনটি Samsung Galaxy M44 নামে ভারতে লঞ্চ করা হতে পারে এবং এই দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশন একই রকম হতে পারে।

আরও পড়ুনঃ

Samsung Galaxy Jump 3 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy Jump 3 ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং One UI-তে কাজ করে। পারফরমান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy Jump 3 ফোনটি কোরিয়ান বাজারে একক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রয়েছে ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে F/1.8 অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এদিকে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য আপনি পেয়ে যাবেন একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাঙ এর এই ফোনে রয়েছে ৫০০০মাহ-এর ব্যাটারি। এই ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য এতে যোগ করা হয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার। এই ফোনে ৩ বছরের Android এবং ৪ বছরের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। এতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং স্পিকার রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ