5G5G SmartphoneMobile PhoneSamsungSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Samsung Galaxy Z Flip 5 Retro লিমিটেড এডিশন স্মার্টফোন লঞ্চ হল

জেড ফ্লিপ 5 ফোনের নতুন ভার্সন হিসাবে Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition লঞ্চ করা হয়েছে

Samsung Galaxy Z Flip 5 Retro

Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition তাদের Z Flip 5 ফোনের একটি নতুন সংস্করণ হিসেবে লঞ্চ করা হয়েছে। আপনাদের জানিয়েদি যে এই ফোনটি ২০০৩ সালে কোম্পানির দ্বারা লঞ্চ করা Samsung E700 (SGH-E700) মডেলের উপর ভিত্তি করে তৈরি। সেই সময়ে এই ফোনটিতে একটি অনন্য ফ্লিপ ডিজাইন ছিল। এখন ২০ বছর পর, কোম্পানি তাদের গ্রাহকদের এই পুরানো ফোনের স্পর্শ দিতে এই নতুন ফোনটিলে লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিমিটেড এডিশনের ফোনটির ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition ফোনটি দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং অস্ট্রেলিয়ায় লঞ্চ হয়েছে। এই ফোনটি ১লা নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ায় এবং ২রা নভেম্বর থেকে উপরে উল্লেখিত অন্যান্য দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। ব্যবহারকারীরা এই ফোনটিকে শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Samsung.com থেকে কিনতে পারবেন।

কোম্পানি Samsung Galaxy Z Flip 5 Retro Limited Edition ফোন লঞ্চের ঘোষণা করেছে কিন্তু দাম প্রকাশ করেনি। রিপোর্ট অনুযায়ী, এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,৪৫৬ টাকার মত হতে পারে। তবে ফোনের সঠিক দাম এবং বিক্রি জানা যাবে ১ বা ২ নভেম্বর।

আরও পড়ুনঃ

Samsung Galaxy Z Flip 5 Retro ফোন ফিচার

  • Samsung Galaxy Z Flip 5 Retro ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭-ইঞ্চির FHD+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিন রয়েছে। এদিকে ফোনটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৩.৪-ইঞ্চির সুপার AMOLED কভার ডিসপ্লে যুক্ত করা হয়েছে।
  • এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট এবং Adreno GPU দ্বারা চলবে। ফোনটিতে Android 13 অপারেটিং সিস্টেম এবং OneUI 5.1 দেওয়া হয়েছ।
  • ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • এতে ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৩৭০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে।
  • এতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IPX8 রেটিং দেওয়া হয়েছে। সিকুরিটির পেয়ে যাবেন সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য রয়েছ 5G নেটওয়ার্ক সাপোর্ট, WiFi 6E ভার্সন এবং Bluetooth v5.3 ভার্সন, ৩.৫মিমি অডিও জ্যাক।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ