Bangla Tech Newstech guidetech tipsTech Tips Banglatech worldtips and trics

Smartphone Tips- নতুন স্মার্টফোন কিনতে চান? তাহলে এই ৫টি বিষয় সবার আগে দেখে নিন

স্মার্টফোন কেনার আগে এই পাঁচটি বিষয় ঠিকঠাক দেখে নিলেই আর ঠকতে হবে না।

smartphone tips

Smartphone Tips- আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে এই বিষয়গুলিকে একবার দেখে নেবেন। ফোন কেনার আগে অনেকেই খোঁজ-খবর নেয় যে কোন ফোন ভাল হবে। তবে কেউ কেউ আছে শুধু বাজেটের দিকটাই দেখেন। আসলে ফোন কেনার আগে এই ৫টি বিষয় ভাল করে জেনে নেওয়া উচিৎ। তাহলে আপনাকে ঠকতে হবে না।

আরও পড়ুনঃ

Smartphone Tips-

প্রসেসর

স্মার্টফোন কেনার আগে প্রসেসর দেখা উচিৎ। ভাল প্রসেসর এবং RAM ও স্টোরেজের একটি কম্বো থাকতে হবে। অ্যাপল ফোনে বায়োনিক প্রসেসর বেবহার করা থাকে। তবে অ্যান্ড্রয়েডে আপনি অনেক কোম্পানির প্রসেসর পাবেন। এর মধ্যে কোয়ালকম প্রসেসর এবং মিডিয়াটেক প্রসেসরকে সবথেকে বলে মনে করা হয়। RAM DDR5 বর্তমানে সবচেয়ে উন্নত ভার্সন। তবে DDR4 থাকলেও কিনতে পারেন আপনি। UFS 3.1 হল স্টোরেজের সর্বশেষ ভার্সন। তবে আপনি যদি কম দামে ফোন কিনতে চান তাহলে পুরনো ভার্সনও কিনতে পারেন।

ক্যামেরা

আপনার যদি ফটোগ্রাফির সখ থাকে তাহলে একটু ভাল ক্যামেরা ফোন নিন। তবে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, বেশি মেগাপিক্সেল থাকলে ক্যামেরা ভাল হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত ফোন একটি ফোন ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোনের চেয়ে ভালো ফটো দেবে, সেরকম কোনও মান নেই। আইএসও লেভেল, ক্যামেরা অ্যাপারচার, সেন্সর সাইজ এবং ওআইএস এর মতো অনেক বিষয় আপনাদের মাথায় রাখতে হবে।

ডিসপ্লে

আপনাকে AMOLED ডিসপ্লে ফোন কেনা উচিৎ। আজকাল বহু মানুষ ফোনে সিনেমা এবং ভিডিও দেখতে পছন্দ করেন। এমন পরিস্থিতিতে ক্রেতার ডিসপ্লের দিকেও নজর দেওয়া দরকার। LCD ডিসপ্লে সাধারণত বাজেট ফোনে বেবহার। ছবির মান ভাল চাইলে আপনাকে AMOLED ডিসপ্লে যুক্ত ফোন কেনা দরকার। ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে ফোনগুলির দাম ১৫ হাজার টাকার মধ্যেও থাকে।

ব্যাটারি

আপনি যদি স্মার্টফোন খুব বেশি ব্যবহার করেন তাহলে আপনাকে ৫০০০এমএএইচ-এর কম ব্যাটারি দেওয়া ফোন না কেনাই ভাল। সাথে আপনি ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট ব্যাটারি নিতে পারেন। যা ফোনটিকে তাড়াতাড়ি চার্জ করে।

অ্যাপল ফোনে iOS অপারেটিং সিস্টেম বেবহিত হয়। তবে, অ্যান্ড্রয়েডের বিভিন্ন কাস্টমাইজড ওএস রয়েছে। যেগুলি গুগলের অ্যান্ড্রয়েড ওএসের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ