latest techlatest tech newsMobile PhoneSmartphonetech guideTech Newstech news todaytech worldTecnotrending tech news

Tecno Pova Neo 3 স্মার্টফোন বাজারে আসতে চলেছে খুবি কম দামে, দেখুন কি কি রয়েছে

ভারতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Tecno বাজারে আনতে চলেছে  Tecno Pova Neo 3 স্মার্টফোন। ফোনটিকে খুবই সস্তায় বাজারে লঞ্চ করা হবে।

 
Tecno Pova Neo 3

 

 
সম্প্রতি এই আসন্ন স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে, এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশিত হয়েছে। তাহলে চলুন জেনে এই ফিচার গুলি একনজরে দেখে নেওয়া যাক।

ফাঁস হল Tecno Pova Neo 3 এর ফিচার

Google Play Console ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, Tecno Pova Neo 3-এর ডিসপ্লের উপরের অংশে একটি পাঞ্চ-হোল কাট-আউট এবং নীচে চওড়া বেজেল রয়েছে। তাই এটি পূর্বে লঞ্চ হয়া Tecno Pova Neo 2 এর মতো আরেকটি বাজেট-রেঞ্জ ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে। 
 
আসন্ন Tecno Pova Neo 3 স্মার্টফোনের ডিসপ্লে 720 পিক্সেল বাই 1,640 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন এবং 320dpi-এর ডেনসিটি অফার করবে। ফোনটি MediaTek Helio G85 প্রসেসর দ্বারা চলবে, যার সাথে 4GB RAM পেয়ার করা থাকবে। চিপসেটে গ্রাফিক্সের জন্য থাকবে Mali G52 GPU এবং এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
 
Tecno Pova Neo 3 স্মার্টফোনটি লঞ্চের পরে কী অফার করতে পারে তার একটি ধারণা পেতে, আসুন জেনে নেওয়া যাক Tecno Pova Neo 2 ফোনে কি কি ফিচার রয়েছে।

Tecno Pova Neo 2 ফোন ফিচার

গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া Tecno Pova Neo 2 ফোনে রয়েছে 6.82 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1640 পিক্সেল, এস্পেক্ট রেসিও 20.5:9 এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। Tecno Pova Neo 2 ফোনের পিছনে রয়েছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 02 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। 
 
ফোনটিতে MediaTek Helio G85 চিপসেট রয়েছে। এতে আপনি পেয়ে যাবেন 4GB/6GB RAM ও 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। Pova Neo 2 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক Hios 8.6 কাস্টম ইন্টারফেসে চলে, যা ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স প্রদান করে।
 
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova Neo 2 ফোনে দেওয়া হয়েছে 18W চার্জিং সাপোর্ট সহ 7000mAh-এর ব্যাটারি। এতে পেয়ে যাবেন ডুয়েল-সিম সাপোর্ট, Bluetooth, Wi-Fi, GPS, ইউএসবি-সি সংযোগ এবং 3.5mm অডিও জ্যাক।
 

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ