Bangla Tech NewsGadgetslatest tech newsNoiseOfferOffer ZoneSmartwatchTechnology Newstrending tech newsWatchWatch Offer

NoiseFit Vortex স্মার্টওয়াচটিকে ভারি ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে

Smartwatch Offer- NoiseFit Vortex স্মার্টওয়াচটিকে নয়েজফিট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুবই কম দামে কেনার সুযোগ

The NoiseFit Vortex smartwatch is available with a heavy discount

Smartwatch Offer- আপনি যদি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। এই পোস্টে আমরা নয়েজফিট কোম্পানির একটি স্মার্টওয়াচ সম্পর্কে আলোচনা করবো যেটিকে খুবই কম দামে কেনার সুযোগ রয়েছে। NoiseFit Vortex ওয়াচকে মাত্র ২,১৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এই ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড সাপোর্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক NoiseFit Vortex স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভারতের বাজারে NoiseFit Vortex স্মার্টওয়াচের দাম কিছু দিন ২,৯৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু আপনি এটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র ২,১৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এটি জেড ব্ল্যাক, সিলভার গ্রে, ভিন্টেজ ব্রাউন, রোজ পিঙ্ক এবং স্পেস ব্লু কালারে উপলব্ধ রয়েছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট (www.gonoise.com) ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে এই ঘড়িটিকে।

আরও পড়ুনঃ

NoiseFit Vortex স্মার্টওয়াচ ফিচার

এই NoiseFit Vortex স্মার্টওয়াচ-এ আপনি পেয়ে যাবেন ১.৪৬ ইঞ্চির গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে। ঘড়িটির ডান ধারে দেওয়া হয়েছে একটি ফিজিক্যাল বাটন। এই ঘড়িটিতে ১৫০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।

এই ডিভাইসটি একটি ব্রিদিং সেশন অফার করবে। এতে একাধিক স্পোর্টস মোড সাপোর্ট করবে। হেলথ ফিচার হিসেবে আপনি এই ঘড়িটিতে পেয়ে যাবেন ২৪ ঘণ্টা হার্টরেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ফিমেল সাইকেল মনিটর ফিচার। এই ঘড়িটির সাহায্যে আপনি ট্রেস লেভেল পরিমাপ করতে পারবেন। 

জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং। কোম্পানির মতে NoiseFit Vortex স্মার্টওয়াচের ব্যাটারি একক চার্জে ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। 

সিঙ্গেল চিপ টেকনোলজি এবং ট্রুসিঙ্ক টেকনোলজি দ্বারা চালিত এই ঘড়িটিতে স্টেবল কানেকশন, লো পাওয়ার কনজামশন এবং ওয়ান স্টেপ পেয়ারিং ইত্যাদি ফিচার রয়েছে। তবে ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর ব্লুটুথ কলিং। এতে ডিসপ্লে নোটিফিকেশন, ওয়েদার এবং স্টক আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, কুইক রিপ্লাই এবং ক্যালকুলেটর ইত্যাদি ফিচার পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ