5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech News Banglatech news todayTechnology Newstrending tech newsVivo

Vivo Y200 5G: ১৬জিবি র‍্যাম এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo-এর নতুন ফোন লঞ্চ হল, দাম এবং অফারের বিবরণ জানুন।

কোম্পানি ২১৯৯৯ টাকায় Vivo Y200 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এতে ৬৪+২ মেগাপিক্সেলযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Vivo Y200 5G Smartphone

ভিভো তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন স্মার্টফোন ভিভো উয়াই২০০ ৫জি লঞ্চ করেছে। মোবাইল ইউজাররা এই ফোনটির জন্য গত কয়েকদিন ধরেই অপেক্ষা করছিল। এখন Vivo Y200 5G ফোনটিকে লঞ্চ করা হয়েছে। আপনি ভিভো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে এই স্মার্টফোনকে কিনতে পারবেন। আপনাদের জানিয়েরাখি যে Vivo Y200 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য লঞ্চের আগেই প্রকাশিত হয়েছিল। এখন নতুন স্মার্টফোন Vivo Y200 5G এর দামের তথ্যও প্রকাশ করা হয়েছে।

ভিভো ব্যবহারকারীদের জন্য এই নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২০০ ৫জি লঞ্চ করেছে। আপনারা গত কয়েকদিন ধরে এই ফোনের জন্য অপেক্ষা করছিলেন। তবে কোম্পানি লঞ্চের আগেই নতুন ফোন ভিভো ওয়াই২০০ ৫জি-এর স্পেসিফিকেশন সামনে নিয়ে এসেছিল। এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়া এতে ৬৪+২ মেগাপিক্সেলযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। কোম্পানি ২১৯৯৯ টাকায় Vivo Y200 5G স্মার্টফোন লঞ্চ করেছে।

বর্তমানে এই ফোনের শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্ট বাজারে লঞ্চ হয়েছে। আপনি ভিভো এর অফিসিয়াল ওয়েবসাইট Vivo.com এবং Flipkart থেকে এই স্মার্টফোনটিকে কিনতে পারবেন। কোম্পানি ওয়াই২০০ ৫জি স্মার্টফোনে 2000 টাকার তাত্ক্ষণিক ছাড় দিচ্ছে। আপনি Bajaj EMI কার্ডের মাধ্যমে ফোন কিনলে, আপনি ৭৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন। এছাড়া এতে ১৫ দিনের রিপ্লেসমেন্ট পলিসি রয়েছে। আপনি এই স্মার্টফোনটিকে ২৪ মাস পর্যন্ত বিনা খরচে EMI তে কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Vivo Y200 5G ফোন ফিচার

Vivo-এর নতুন স্মার্টফোনটি Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাথে বাজারে এসেছে। ওয়াই২০০ ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির’ ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্টজ রিফ্রেস রেট সাপোর্ট করবে। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এসেছে। ফোনটিতে 8GB বর্ধিত র‍্যামেও সুবিধা রয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। সিকুরিটির জন্য পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ওয়াই২০০ ৫জি ফোনটিতে ৬৪+২ মেগাপিক্সেল যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৪৮০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানি দুটি রঙের বিকল্প ডেজার্ট গোল্ড এবং জঙ্গল গ্রিনে Vivo Y200 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ