Mobile PhoneSmartphoneTech News Banglatech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

Vivo Y27s আন্তর্জাতিক বাজারে 16GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

Vivo Y27s ফোনটি ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়েছে। এতে একটি 6.64 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে।

Vivo Y27s

ইন্দোনেশিয়ার বাজারে Vivo Y27s লঞ্চ করে Vivo তার Y-সিরিজ ফোনের সংখ্যা বাড়িয়েছে। এই ফোনটিতে 6.64 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, 16GB পর্যন্ত RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। তাহলে চলুন এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভিভো কোম্পানি Vivo Y27s ফোনটিকে ইন্দোনেশিয়ার বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে IDR 2,399,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 12,800 টাকার মত। আবার ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে IDR 2,799,000 অর্থাৎ ভারতীয় মুল্যে প্রায় 14,999 টাকায় কেনা যাবে। এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখান থেকে এই ফোনটি কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Vivo Y27s ফোন ফিচার

  • Vivo Y27s ফোনে একটি ৬.৬৪ ইঞ্চির IPS LCD ফুল HD+ পাঁচ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Adreno 610 GPU। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 13-এ কাজ করে।
  • এই ফোনে ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে যোগ করা হয়েছে ৮জিবি বর্ধিত র‍্যাম ফিচার। ফলে, এই ফোনটিতে ১৬জিবি র‍্যাম এর ক্ষমতা রয়েছে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে রয়েছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫০০০এমএএইচ-এর ব্যাটারি।
  • এই ফোনটিতে ডুয়াল সিম 4G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ v5.0 ভার্সন এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে হয়েছে।
  • এই ফোনের ওজন ১৯২ গ্রাম। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ