Bangla NewsBangla Tech NewsMobile PhoneNew SmartphoneSmartphoneTech Banglatech news todaytech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

50MP ক্যামেরা ও 12GB পর্যন্ত RAM সহ Vivo Y78t স্মার্টফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Vivo Y78t স্মার্টফোনকে চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। কবে ফোনটিকে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

Vivo Y78t

চাইনিজ স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo তাদের হোম মার্কেটে Vivo Y78t নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই Vivo ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সাথে 6000mAh ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ১২জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ভিভোর এই নতুন ফোনটিকে অন্যান্য বাজারে কবে লঞ্চ করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Vivo Y78t ফোনের 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম প্রকাশ করা হয়েছে। এর দাম পড়বে ১৪৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০১৯ টাকার মত)। এটি ২২শে অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে। ফোনটিকে কালো, সাদা এবং সবুজ রঙে পাওয়া যাচ্ছে। অন্য বাজারে কবে এই ফোন আনা হবে তা জানায়নি ভিভো কোম্পানি। এবার দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Vivo Y78t ফোন ফিচার

ভিভো ওয়াই৭৮টি ফোনে ৬.৬৪ ইঞ্চির LCD প্যানেল রয়েছে। যা ফুল HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রয়েছে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। এছাড়া এতে রয়েছে ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ। সেলফির জন্য ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ডিভাইসটি Android 13 OS অপারেটিং সিস্টেমে চলে, যা OriginOS 3.0-এর একটি স্তর দিয়ে প্যাক করা হয়েছে।পারফরমেন্সের জন্য এতে Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে। সাথে UFS 2.2 স্টোরেজ। এই ফোনে ৮/১২ জিবি র‍্যাম ইনস্টল করা হয়েছে। ১২৮/২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যান্য ফিচারের জন্য এতে আপনি পেয়ে যাবেন ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE নেটওয়ার্ক, Wi-Fi 802.11ac ভার্সন, Bluetooth 5.1 ভার্সন, GPS, USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। সিকুরিটির জন্য ফোনের ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ